মো: মোমিন খান, স্টাফ রিপোর্টার (বগুড়া) ঃ
আদমদীঘির সান্তাহারে রেজিয়া বেগম (৫০) নামের এক গৃহবধু বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে আদমদীঘির সান্তাহার পৌরসভার বশিপুর গ্রামের নুর মোহাম্মাদের স্ত্রী। গতকাল শনিবার (৩০ মার্চ) বেলা দেড় টায় নওগাঁ সদর নহাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও পারিবারকি সুত্রে জানাযায়, গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় পারিবারিক কলহের জেরধরে রেজিয়া বেগম তার স্বামী বাড়ি বশিপুর গ্রামে বিষাক্ত গ্যাস ট্যালেট সেবন করে। সে অসুস্থ্য হলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড় টায় রোজিয়া মারা যায়।
সান্তাহার ফাঁড়িন উপ পরিদর্শক বকুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরৎহাল রিপোর্ট তৈরী করেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।