ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাতক্ষীরা সদরে মাদকের ছড়াছড়ি, প্রসাশনের হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

শেখ রিপন, সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সদররে ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সর্বনাশা মাদকের বিষবাষ্প। চলছে জুয়ার আসরও। হচ্ছে চুরি-ছিনতাই। সাধারণ মানুষ হচ্ছে হয়রানি।

এলাকা সূত্রে জানা গেছে, ফিংড়ী ইউনিয়নের বালিথার জিয়াদ আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়নের বড়খামার গ্রামের ছলেমান, মিন্টু, শুকুরআলী, ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল গফুরসহ এ তিন ইউনিয়নের একাধিক মাদক ব্যবসায়ীরা ধুলিহর ইউনিয়নের তালতলা, গোবিন্দপুর বাজার, সুপারিঘাটা, চাঁদপুর বাজার, বালুইগাছা, ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা বাজার, ব্রহ্মরাজপুর বাজার, ও শ্মশানঘাট, দহাখোলা ইটেরভাটার মোড়, বেলতালা মোড়, গীতাদাশের বাঁশবাগান, ফিংড়ী ইউনিয়নের এল্লারচর বাজার ও মোড়, বালিথা সামাদের মোড়, ফয়জুল্লাহপুর বাজার, ফিংড়ী বাজার, গাভা, ব্যাংদহা বাজার, জোড়দিয়া, গোবরদাড়ি, কুলতিয়াসহ বিভিন্ন অলি গলিতে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রয় করে থাকে। এই মাদকের মরণ নেশায় জড়িয়ে পড়ছে যুব সমাজ তলিয়ে যাচ্ছে অন্ধকারে। বাদ পড়ছেনা স্কুল, কলেজের ছাত্ররা। তারা মাদকের টাকা যোগাড় করতে হাতের কলম ফেলে দিয়ে হাতে তুলে নিচ্ছে মরণ অস্ত্র জড়িয়ে পড়ছে চুরি ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে বেপাকে পড়ছে অভিভাবকরা। ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ীতে এসআই হাসানুর রহমানের যোগদানের পর এই তিন ইউনিয়নে দুই এক জন মাদক সেবনকারীকে আটক করলেও কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে পারিনি বলে একটি সুত্র জানায়। সুত্র জানাায়, ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ীর কনস্টেবল আনোয়ার ফাঁড়িতে প্রায় ৩ বছর থাকার কারণে ঐ সব মাদক ব্যবসায়ীদের সংগে তার একটি সুসম্পর্ক তৈরী হয়। এরই সুবাদে এলাকার মাদক ব্যবসায়ীরা বহাল তবিয়তে নাকি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকা সূত্র জানায় এই ফাঁড়িতে এসআই হাসানুর রহমানের যোগদানের পর কোন মাদক ব্যবসায়ীকে আটক করতে না পরায় এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। প্রায় রাতে হচ্ছে চুরি। রাস্তায় হচ্ছে ছিনতাই। ইতোমধ্যে বালিথার নুর ইসলামের বাড়ি, ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের শহিদুল থান্দারের বাড়ি থেকে মটর, তালতলা গ্রামে রেজউলের বাড়িতে, তালতলা সাদ্দামের দোকানে গোবিন্দপুর জব্বারের বাড়িতে, ধুলিহর নাথপাড়া যাত্রাশিল্পী শংকরী হাজারির বাড়িতে, সাংবাদিক সাঈদের বাড়িতে, ধুলিহর পুরাতন বাজার খোলা রফিকুলের বাড়ি থেকে মটরভ্যান, কুলতিয়ার মিস্ত্রীর বাড়িসহ এই তিন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি ছিনতাই হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, রাতে পুলিশ টহল না থাকায় এলাকায় চুরি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন চুরি ও ছিনতাই আতঙ্কে ভুগছে। এব্যপারে এসআই হাসানুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি যে রাতে টহলে যাই, সে রাতে কোন চুরি হয়না। এলাকার সচেতন মহল চুরি ও মাদক ব্যবসা বন্ধসহ সাতক্ষীরার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

194 Views

আরও পড়ুন

বশেমুরবিপ্রবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে জুবায়েদ-মীম

ড.রেজাউল কবির লোহাগাড়া বার আউলিয়া কলেজের সভাপতি মনোনীত

ঘুমধুমে কাঠ বোঝাই টলি উল্টে নিহত এক, আহত ২ !! 

শান্তিগঞ্জে আল-ইসলাহ ও তালামিযের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উদযাপন

কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মৌলভীবাজার এলাকা থেকে গ্রেফতার

শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত

বুটেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সীরাত আলোচনা এবং ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা

টেকনাফে১০কেজি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আলো সাংস্কৃতিক সংসদ’র সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান

ক্ষতিগ্রস্ত বন্যার্তদের পাশে দাঁড়ালো জাবি পরিসংখ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন

১৭টি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত- ডা: শফিকুর রহমান

ফ্যাসিবাদের ১ মাস পূর্তিতে শান্তি সমাবেশ ও সংগীত সন্ধ্যা