শেখ রিপন সাতক্ষীরাঃ
সাতক্ষীরা সাবেক পৌর মেয়র আশরাফুল হক আজ বৃহস্পতিবার সকাল ৭, ১৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন।বার্ধ্যকজনিত রোগভোগের পর সাতক্ষীরা শহরের নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ স্বজন বন্ধু বান্ধব গুনাগ্রাহী রেখে গেছেন।
শেখ আশরাফুল হক সাতক্ষীরা সড়ক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। পরবর্তীতে পরপর ৩ বার নির্বাচিত হন চেয়ারম্যান। তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন।
তার মৃত্যুতে শোক জানাচ্ছি। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।মরহুমের নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ আসর ৪,৪৫ মিনিটে সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ।