মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
(আজ ১৪ অক্টোবর) অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুপুরের পর ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী আবদুল গফফার চৌধুরী। কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা, কর্মী সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি প্রার্থী।
সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রার্থীর নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাতকানিয়া উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল গফফার চৌধুরী ভোট বর্জনের এই ঘোষণা দেন। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটি সদস্য এডভোকেট মিজান, ব্যরিস্টার ওসমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি শেফায়েত উল্লাহ চক্ষু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
সোমবার সকাল ৯টা থেকে উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৩ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
চেয়ারম্যান পদে সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব (নৌকা), বিএনপির প্রার্থী হিসেবে সাতকানিয়া বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আবদুল গফফার চৌধুরী (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল মোনায়েম মুন্না চৌধুরী (মোটরসাইকেল) নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান (তালা), সালাহ উদ্দিন হাসান চৌধুরী (বই) জসিম উদ্দিন (চশমা), বশির উদ্দিন আহমদ (ধানের শীষ), আছিফুর রহমান সিকদার (মাইক) মোহাম্মদ ওমর ফারুক (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আনজুমান আরা (কলস) ও তারান্নুম আয়েশা (প্রজাপতি) প্রতীকে।