ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা এক বাংলাদেশি ও ২৯রোহিঙ্গাসহ৩০জনকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার(১৪ডিসেম্বর)রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার সাইফুলের বসত ঘর থেকে তাদের উদ্ধার করা হয়।উদ্ধার ভিকটিমদের মধ্যে রয়েছে১৫ পুরুষ,৩নারী,১২শিশু।তাদের সকলের মধ্যে২৯জন রোহিঙ্গা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ও০১জন বাংলাদেশি।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি গিয়াস উদ্দিন বলেন,শনিবার রাতে তারই নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার সাইফুল এর বসত ঘরে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু লোককে আটক করে রেখে মুক্তিপণ দাবী করছে।এমন তথ্যে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পালিয়ে যায়।পরে বসত ঘরের ভেতর থেকে১৫জন পুরুষ,০৩জন নারী,ছেলে শিশু-০৭,মেয়ে শিশু০৫জনসহ সর্বমোট৩০জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন,পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।