ঢাকাশনিবার , ১৪ জুনe ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাংবা‌দিক‌দের ঐক্যবদ্ধতার বিকল্প নেই- ছাত‌কে বিএমএসএফ নেতৃবৃন্দ

প্রতিবেদক
নিউজ এডিটর
২২ অক্টোবর ২০১৯, ৯:০৩ অপরাহ্ণ

Link Copied!

ছাতক প্রতিনিধি::

বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপ‌জেলা শাখার কাউ‌ন্সিল ২০১৯ সম্পন্ন হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে শহ‌রের রওশন কম‌প্লেক্স‌ে অনু‌ষ্ঠিত “বিএমএসএফ” ছাতক উপ‌জেলা শাখার কাউ‌ন্সিলে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম‌ের প্র‌তিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহ‌মেদ আবু জাফর ব‌লেছেন, সাংবা‌দিক‌দে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। ঐক্যবদ্ধ ছাড়া সাংবা‌দিক‌দের অ‌ধিকার ও দা‌বি আদায় সম্ভব নয়। ছাতক উপ‌জেলা শাখার সা‌বেক সভাপ‌তি ও কাউ‌ন্সি‌লের সন্ময়ক শা‌মিম আহমদ তালুকদা‌রের সভাপ‌তি‌ত্বে ও বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরামের কেন্দ্রীয় কার্য‌নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সংগঠ‌নের সা‌বেক সাধারন সম্পাধক সা‌কির আ‌মি‌নের যৌথ প‌রিচালনায় অনু‌ষ্ঠিত কাউ‌ন্সি‌লের শুভ উ‌দ্ভোধন ক‌রেন, ছাতক উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল। প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম‌ের প্র‌তিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহ‌মেদ আবু জাফর। বি‌শেষ অ‌তিথির বক্তব্য রা‌খেন, কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হা‌বিব সা‌রোয়ার আজাদ, ঢাকা জেলা ক‌মি‌টির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর, গো‌বিন্দগঞ্জ-‌সৈ‌দেরগাঁও ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, পৌর ম‌হিলা কাউ‌ন্সিলর তাছ‌লিমা জান্নাত কাক‌লী, জামালগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি অঞ্জন পুর কায়স্ত, দ‌ক্ষিন সুনামগঞ্জ প্রেসক্লা‌বের সভাপ‌তি কাজী জ‌মিরুল ইসলাম মমতাজ, বিশ্বনাথ প্রেস ক্লা‌বের সা‌বেক সভাপ‌তি জাহাঙ্গীর আলম খা‌য়ের, ছাতক প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক আ‌নোয়ার হো‌সেন র‌নি, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ফ‌রিদ মিয়া, সদস্য স‌চিব ও সুনামগঞ্জ প্রেসক্লা‌বের ক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সদস্য আ‌নোয়ার হো‌সেন, বাবুল মিয়া, ক‌বি ও সা‌হিত্যিক এ‌টি এম ক‌য়েছ, সাংবা‌দিক আ‌রিফুর রহমান মা‌নিক, উসমান গনি, বাংলা‌দেশ মানবা‌ধিকার কাউ‌ন্সিল ছাতক উপ‌জেলা শাখার সহ সভাপ‌তি মে‌হেদী হাসান সু‌হেল, সাধারন সম্পাদক লুৎফুর রহমান খান যুগ্ম সম্পাদক ফজল উ‌দ্দিন ফজল, সহ সাংগঠ‌নিক সম্পাদক সা‌কের রহমান বাবুল, প্রচার সম্পাদক ছা‌লেহ আহমদ রা‌সেল, দপ্তর সম্পাদক সাজু মিয়, শিক্ষক রেজ্জাদ আহমদ, যুবলীগ নেতা জ‌সিম উ‌দ্দিন, ছাতক বাজার একতা বালু ব্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আব্দুস সাত্তার, ব্যবসায়ী মাছুম আহমদ, প্রমূখ। এসময়, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম ছাতক উপ‌জেলা শাখার সা‌বেক সি‌নিয়র সহ সভাপ‌তি নুর উ‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক র‌বিউল ইসলাম তা‌রেক, দপ্তর সম্পাদক ম‌নির উদ্দিন, সাংবা‌দিক জু‌নেদ আহমদ রুনু, হেলাল আহমদ, আবু খা‌লেদ, জামরুল ইসলাম রেজাসহ রাজ‌নৈ‌তিক, ব্যবসায়ী ও সাংবা‌দিক নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। স‌ম্মেলনের শুরুতে প‌বিত্র কোরআন থে‌কে তেলাওয়াত ক‌রেন জু‌নেদ আহমদ রুনু। স‌ম্মেলন শে‌ষে সংগঠ‌নের সদস্য‌দের ভো‌টে শা‌মিম আহমদ তালুকদার সভাপ‌তি, নুর উ‌দ্দিন‌কে সাধারন সম্পাদক ও সাংগঠ‌নিক সম্পাদক ফজল উ‌দ্দিন প‌দে নির্বা‌চিত হন।##

132 Views

আরও পড়ুন

ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

আম্মা আপনাকে সালাম জানিয়েছেন: তারেক রহমান

বিমান দুর্ঘটনায় প্রিয় মানুষ হারালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত

লন্ডেন বৈঠকে ড. ইউনূস-তারেক রহমান

ইসরাইলে ইরানি ড্রোন হামলার খবরে সাইরেন বাজলো জর্ডানে!

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান বাঘেরিও নিহত

যুদ্ধের দামামা
এবার ইসরায়েলে ইরানের হামলা শুরু

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

কেমন কেটেছে মেডিকেল শিক্ষার্থীদের ঈদ আনন্দ

ভারতে বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই

কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন কারখানায় সিলগালা, একজকে তিন মাসের কারাদণ্ড

সুরাজপুর – মানিকপুর ইউনিয়নে পাহাড়ের মাটি বিক্রির প্রতিবাদ করায় ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা