ফারুক আজম :
জেলে কাজ করেন ফরিদ। । রাতের আঁধারে অসহায় জেলের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে তার শেষ সম্বলটুকু। এখন মাথা গোঁজার ঠাঁই নেই জেলে ফরিদের। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ছোট্ট সংসার ছিল তাঁর। সংসারে সব কিছু ছিল তাঁর । তবে রাতে লাগা আগুনে এক মুহূর্তে সব কিছু শেষ করে দিয়েছে।
গত মঙ্গলবার (১৩ ফেব্রয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভী কাটা (৪নং ওয়ার্ড) এলাকায় মৃত আবুল কাসেমের পুত্র ফরিদুল ইসলামের বাড়িতে।
শুক্রবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘরের সামনে দাঁড়িয়ে শেষ সম্বল কিছু পাওয়া যায় কিনা সেটা দেখছিলেন ফরিদুল ইসলাম । তিনি নিউজ ভিশনকে বলেন, রাতে তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এরমধ্যে পল্লী বিদ্যুৎ হতে আগুন দেখে চিৎকার করতে থাকে আগুন আগুন বলে। দ্রুত তিনি ও তার পরিবার নিয়ে বের হয়ে আসেন।,পরনের কাপড় ছাড়া সঙ্গে কিছুই নিয়ে আসতে পারেননি। এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে ঠাই হয়েছে তাদের।তিনি আরও বলেন-সংসারে সব কিছু ছিল তার। খাট,ওয়ারড্রব, বাচ্চাদের পড়ার টেবিল বই সহ, সব পুড়ে শেষ।
স্থানীয়রা বলেছেন, ফদির খুব ভালো মানুষ। পেশায় জেল কাজ করে তাঁর সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। ঘর বাড়ি পুড়ে যাওয়ার পর জনপ্রতিনিধি ও প্রভাবশালী থেকে সহযোগিতা কামনা করেন।