আব্দুল গফুর,কক্সবাজার :
গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হলেন কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ সংগঠনের সভাপতি ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকায় সম্পাদক রহুল আমিন সিকদার।
শুক্রবার সন্ধ্যায় সাড়ে পাঁচটা সময়ে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে আইসিইউ রাখা হয়েছে।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে জেলাবাসীর কাছ থেকে দোয়া চেয়েছেন তার পরিবার পরিজন।