রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
জুলাই মাসে পুলিশি সেবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জেলার চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় সভার সভাপতি ও নবাগত পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম পিপিএম-সেবা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানকে ওই পুরুষ্কারে ভূষিত করেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, সহকারী পুলিশ (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সম্প্রতি শেরপুর সদর থানার দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার সঠিক তদন্ত করে মূল তথ্য উদঘাটন করে পুলিশের সুনাম কুড়িয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। দুটি হত্যাকান্ডই প্রতিপক্ষের লোকজনকে ফাসানোর জন্য নিজেরাই হত্যাকান্ড সংঘটিত করেছিলো।