রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে উৎসব মুখর পরিবেশে সনাতন ধমাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে।
আজ দুপুরে সদর উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু।
তিনি জেলা সদরের ৬০টি মন্ডপে নগদ অর্থ, বস্র ও খাবার বিতরণ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল খালেক, আওয়ামী লীগ নেতা জয়, বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহাসহ আরও অনেকে।
এবার দলের পক্ষ থেকে তিনি দুই হাজার বস্ত্র, চাল, ডাল, খাবার এবং দুই লাখ টাকা বিতরণ করেন।
এসময় ছানোয়ার হোসেন ছানু বলেন, মানুষ নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে শেরপুর জেলায় দুর্গাপূজা পালিত হচ্ছে। বর্তমান সরকার সবার জন্য সবধরনের সহযোগিতা করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।