রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধি:
মুক্তিযোদ্ধারা জীবন-বাজী রেখে দেশকে স্বাধীন করেছেন। সন্তানদের যুদ্ধে যেতে উৎসাহিত করেছেন তাদের বাবা-মা। শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের এমন গর্বিত জীবিত বাবা-মা’দের জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধাদের জীবিত ১৮ জন বাবা-মা’র প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা ও নগদ ৪ হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাহেলা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।