রাকিবুল আওয়াল পাপুল ,শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীর চিথলিয়ায় নিখোঁজের ষোল ঘন্টা পর পুকুর থেকে তাসলিমা খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শিশু তাসলিমা খাতুন চিথলিয়া গ্রামের অটোরিকশা চালক তাজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শ্রীবরদীর উপজেলার চিথলিয়া গ্রামের তাজুল ইসলামের একমাত্র সন্তান শিশু তাসলিমা খাতুন ৮ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ হয়। খোঁজা-খুজির এক পর্যায়ে আজ ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার সময় তাসলিমার মরদেহ
সোহরাব মাস্টারের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা । পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
এঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।