মোঃরায়হান আলী,(শিবগঞ্জ প্রতিনিধি)–
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা কানসাট কলাবাড়ি জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এর শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরন ও দোয়া মাহফিল,জঙ্গীবাদ সন্ত্রাস,মাদক বিরোধী আলোচনা সভা আনুষ্ঠীত হয় ,মঙ্গলবার সকাল ১০টার সময় মসজিদ কমিটির সহোযোগিতায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মডেল কেট্টিকার ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষে হযরত মাওঃ আলী হুসেন ,
বিশেষ অতিথি ছিলেন লছমানপুর আদি জামে মসজিদ এর ইমাম মাওঃএইচ.এম.ইব্রাহীম খলিল
আরও উপস্থিত ছিলেন শিবনগর আল-ফালা জামে মসজিদ এর ইমাম হাফেজ মাওঃআসাদুল্লাহ
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশে জঙ্গীবাদ সন্ত্রাস মাদকের কোন স্থান নাই আনুষ্ঠান শেষে কিছু ছাত্র /ছাত্রীদের মাঝে ইসলামিক ফাউন্ডেশন এর পক্ষে কুরআন বিতরন ও পরিশেষে দেশের মঙ্গলকামনা করে দোয়া করে আুনষ্ঠান শেষ করেন ।