শার্শা (যশোর ) প্রতিনিধি :
যশোরের শার্শায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের অডিটিয়াম রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নিবার্হী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল,উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,উপজেলা প্রকৌশলী(এলজিইডি) এম এম মামুন হাসান,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা সমাজ সেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা আইসিট অফিসার শুভেন্দু হালদার প্রমুখ।