আশরাফুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি:
আগামী ৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসনিক সভা কক্ষে আগষ্টের তিন কর্মসূচী বাস্তবায়ন ও যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার (ওসি) সুমন ভক্ত।
এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।