মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এল.এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আবু ইসহাকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আলিমুল ইসলাম।
এসময় আরো উপস্হিত ছিলেন সহকারী শিক্ষক আলাউদ্দিন, শংকরী চক্রবর্তী, এরশাদ আলী, চম্পা রানী সরকারসহ ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমূখ।
বিদ্যালয়ের ১০ ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্টিত হয়।