মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
আগামী ৫ই জুন ৪ র্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি’র আনারস মার্কার সমর্থনে নির্বাচনী শেষ জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
সোমবার (৩ রা জুন) দুপুরে শান্তিগঞ্জ বাজার চত্বরে অনুষ্ঠিত জনসভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন এবং উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম রেজার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন৷ স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভি।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
এদিকে জনসভা উপলক্ষে সকাল থেকেই উপজেলার ৮ ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ শ্লোগানে শ্লোগানে মিছিল নিয়ে সভামঞ্চে জড়ো হতে থাকেন৷ আনারস আনারস শ্লোগানে উত্তাল ঢেউ উঠে উপজেলার আশপাশ৷
উপজেলার সর্বস্তরের জনগণের ভালবাসায় সিক্ত সাদাত মান্নান অভি।