মোঃ আবু সঈদ,স্টাফ রিপোটারঃ :
শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধে একত্রিশবার তোপধ্বনি ও সকাল ৯ ঘটিকায় শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ কালে শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সংসদ সদস্য আলহাজ এম এ মান্নান এমপি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, পুলিশের পক্ষে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন।
এসময় শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, উপজেলা স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, হিসাব রক্ষণ বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, শান্তুিগঞ্জ সাব রেজিষ্টার অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি,বাংলাদেশ আওয়ামী লীগ,,জাগরনী চক্র ফাউন্ডেশন, বেসরকারী সংস্হা বিজ,পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্হা,, ও উদীচী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১ ঘটিকায় উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা’র সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।