মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে জেলা ও বিভাগীয় সমন্বয়কদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২ সেপ্টেম্বর) বিকেলে শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাম্মাদ আযাদ রাহিম ও তানবীর হাসান মারুফের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিনিধি আকির ( ঢাকা বিশ্ববিদ্যালয় ), সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ইমন, শান্তিগঞ্জ প্রতিনিধি মূর্শেদ আলম, মইনুল আহমদ, ইলিয়াস আহমদ রাজু, উজ্জ্বল, মাহিন, জুবায়ের, তাহমিদ, মোহাম্মদ রাহেল, মোহাহিদ, হাবিবুর ও জাকির প্রমুখ৷
আলোচনা সভায় উপস্হিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ,সিনিয়র সহ-সভাপতি সামিউল কবীর, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রমূখ।
এসময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।