মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১ম প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (০৯/০৩/২৪ইং) বিকাল ৪ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজার সংলগ্ন মাঠে ফাইনাল পর্ব প্রতিযোগিতা পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকটার ফাহিম আহমদ এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আমির আলী ফাউন্ডেশন এর সভাপতি মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বাজার এর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুরহান উদ্দিন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সঈদ।
আলোচনা পরবর্তী অতিথীবৃন্দ চ্যাম্পিয়ান গ্রুপ মেহেদি ফাইটার্স ও রানার্স আপ আতিফ টাইগারস এর ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উভয় টিমের খেলোয়াড়বৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।