মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে তেরহাল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে তেরহাল নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা শেফালী আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষীকা দীপিকা রানী দাস, জীবদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র দাস, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দু বিশ্বাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো.হেলন মিয়া ও অভিভাবক সদস্য বাবুল মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুকান্ত সাহা বলেন, বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সহ সকলের সন্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরো উন্নয়ন করা হবে। ছাত্র ছাত্রীদের মেধা বিকাশে অভিভাবকদেরও বেশী সচেতন হতে হবে।