ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শান্তিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব 

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোটার,সিলেট

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ রবিবার সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে। শান্তিপূর্ণভাবে যথাযথ ধর্মীয় মর্যাদায় উপজেলার ২১টি পূজামণ্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী দূর্গা ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন।

দুর্গোৎসবের প্রতিদিনই হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মণ্ডপে-মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দূর্গতি নাশিনী দেবীদূর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য উপজেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। প্রতিটি পূজামণ্ডপে বিপুলসংখ্যক আনসার, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এদিকে, রবিবার দিনশেষে দেবী দুর্গার বিদায়বেলায় আনন্দ-বেদনার মিশ্রণ অনুভূতিতে দেবী দূর্গার ভক্তদের হৃদয় সিক্ত করে তোলে। দশমীতে বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা।

দুপুর দেড়টায় প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের মন্ডপ থেকে ডাবর মহাসিং নদী অভিমুখে মন্ত্রচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়ার শোভাযাত্রা করে। পরে সেখানে বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা ও পশ্চিম পাগলা ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর জানান, আজ দেবীদূর্গার বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের দূর্গোৎসব শেষ হল। বিগত পাঁচ দিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পুজায় আনন্দ উল্লাস করেছেন। প্রশাসন, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সকল সচেতন মানুষের সহযোগীতায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হল আজ। উপজেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুন্দরভাবে পূজার সমাপ্তি রয়েছে। পূজায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে শান্তিগঞ্জ থানা পুলিশ সে বিষয়ে অত্যন্ত সোচ্চার ছিল।’

126 Views

আরও পড়ুন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষনা

কুড়িগ্রামে প্রধান শিক্ষককে ফাঁসানোর চেষ্ঠায় বদলী পরীক্ষার্থী নামে সংবাদ প্রকাশ

বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত দুইজন গ্রেপ্তার

মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে ফুলকুঁড়ি আসরের অংশগ্রহন

নাগেশ্বরী পানাকুড়ি মাদ্রাসায় বীর শহীদ ও দাতা সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং ইফতার

কুড়িগ্রামের চিলমারীতে ইএসডিওর আওতায় স্বাধীনতা দিবস অনুষ্ঠিত

ভানুগাছ বাজারে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি : চলছে চোর শনাক্তের চেষ্টা

সুনামগঞ্জে স্বাধীনতা দিবসে শহিদ মিনারের তালা ভেঙে পুষ্পস্তবক অর্পণ

কমলগঞ্জের মাধবপুর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাবেক এমপি হামিদুর রহমান আযাদ’র পিএইচডি ডিগ্রি লাভ

শান্তিগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে মোটরচালক দলের ইফতার মাহফিল

চট্টগ্রামে পাঁচলাইশ থানা জাসাসের নবগঠিত কমিটির অভিষেক- ইফতার মাহফিল