[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
মোঃ আবু সঈদ,স্টাফ রিপোটারঃ [contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form][contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নাগডোরা বিলের ইজারাদারদের বিরোদ্ধে বোরো ফসল রক্ষার একমাত্র অবলম্বন পানি সেচের অভিযোগ উঠেছে।
সোমবার (৬ ই ডিসেম্বর) দুপুর ১২ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ পত্রটি প্রদান করেন উপজেলার ব্রাহ্মণগাঁও, হোসেনপুর ও নিধনপুর গ্রামের কৃষকগণ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মণগাঁও, হোসেনপুর ও নিধনপুর গ্রামের কৃষকগণের নাগডোরা বিল সংলগ্ন প্রায় ৫০০০ একর চাষাবাদযোগ্য বোরো জমি রয়েছে কিন্তু কিছু কুচক্রি মহলের ইজারাদারগণ রাতের বেলায় উক্ত বিলটির বাঁধ কেটে পানি কমিয়ে ফেলছে। বোরো ফসল রক্ষার স্বার্থে প্রতি রাতে কৃষকগণ পাহারার ব্যবস্থা করার পরও তাদের বাঁধ কাটা বন্ধ হয়নি। কৃষকগণ পাহারারত থাকাবস্থায় বাঁধ কেটে পানি নিষ্কাশন করতে দেখে বাধা-নিষেধ করায় কুচক্রি মহলের কিছু লোক কৃষকদের দেশীয় অস্ত্র দ্বারা হুমকি ধামকি প্রদান করে তাড়িয়ে দিয়ে পুনরায় বাঁধ কেটে পানি নিষ্কাশন করে। গত ০৫/০১/২০২৫ ইং পূনরায় ইজারাদারগণ বাঁধ কেটে পানি নিষ্কাশন করার খবর শুনে কৃষকরা বাধা দেওয়ায় ইজারাদারগণ তাদের গ্রামের লোকদের খবর দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিলের বাঁধে এসে প্রাণে মারার হুমকি দেয়। কৃষকরা প্রাণের ভয়ে থানায় ফোন দিলে থানা থেকে দায়িত্বপ্রাপ্ত অফিসার মিজানুর রহমান সত্যতা যাচাই করেন এবং তাদের নিয়ন্ত্রণে আনেন।
তিনি ইজারাদারদের বাঁধ কেটে পানি নিষ্কাশন না করার পরামর্শ দিলে ইজারাদারগণ নিষেধাজ্ঞা অমান্য করে বলে অভিযোগ সূত্রে জানা যায়।
ইজারাদারগণ এইভাবে বাঁধ কেটে পানি নিষ্কাশন করলে হাজারো কৃষকের একমাত্র বোরো ফসল ফলাতে সমস্যার সম্মুখীন হবে বলে কৃষকরা দাবী করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এর সাথে যোগাযোগ করা হলে, তিনি অভিযোগের সত্যতা নিশ্চিত করেন এবং আগামীকাল সরজমিন ঘটনাস্থল পরিদর্শনের কথা জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০