স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ)
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে ত্রিপল মার্ডারের ঘটনায় মালদার মিয়া গোষ্ঠির আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৪৫) হত্যাকাণ্ডে প্রতিপক্ষ দ্বীন ইসলাম গোষ্ঠির ১১৩ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে নিহত শাহজাহান মিয়ার ভাতিজা মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে দ্বীন ইসলাম গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায়
রবিবার সন্ধ্যায় নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক বাদী হয়ে ৬৯ জন ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে ৯৪ জন সহ পৃথক দুটি মামলায় মোট ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এ পর্যন্ত উভয় পক্ষের ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত (৭ জুলাই) শুক্রবার জুম্মার নামাজের পরে শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাজ গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দ্বীন ইসলাম ও মালদার মিয়া গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে (১০ জুলাই) সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুইপক্ষের তিনজন নিহত হন।
নিহতরা হলেন- দ্বীন ইসলাম গোষ্ঠী হাসনাবাজ গ্রামের আবদুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও মালদার মিয়া গোষ্ঠীর আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।
এঘটনার ০৯ দিন পর মালদার গোষ্ঠির আজ বুধবার (১৯ জুলাই) সকালে নিহত শাহজাহান মিয়ার ভাতিজা মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দ হোসেন বাদী হয়ে দ্বীন ইসলাম গোষ্ঠির দলনেতা দ্বীন ইসলাম কে এক নম্বর অভিযুক্ত করে ১১৩ জনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী মালদার মিয়া গোষ্ঠির পক্ষে হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০