ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শান্তিগঞ্জে কাঁঠাল সংঘর্ষ : নিহত শাহ জাহান হত্যাকাণ্ডে প্রতিপক্ষের ১১৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ জুলাই ২০২৩, ২:১৮ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ)

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষে ত্রিপল মার্ডারের ঘটনায় মালদার মিয়া গোষ্ঠির আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৪৫) হত্যাকাণ্ডে প্রতিপক্ষ দ্বীন ইসলাম গোষ্ঠির ১১৩ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে নিহত শাহজাহান মিয়ার ভাতিজা মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এর আগে দ্বীন ইসলাম গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায়
রবিবার সন্ধ্যায় নিহত নুরুল হকের ভাই তফজ্জুল হক বাদী হয়ে ৬৯ জন ও বাবুল মিয়ার ভাই ফারুক আহমদ বাদী হয়ে ৯৪ জন সহ পৃথক দুটি মামলায় মোট ১৬৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এ পর্যন্ত উভয় পক্ষের ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত (৭ জুলাই) শুক্রবার জুম্মার নামাজের পরে শান্তিগঞ্জ উপজেলার হাসনাবাজ গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দ্বীন ইসলাম ও মালদার মিয়া গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে (১০ জুলাই) সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে দুইপক্ষের তিনজন নিহত হন।
নিহতরা হলেন- দ্বীন ইসলাম গোষ্ঠী হাসনাবাজ গ্রামের আবদুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও মালদার মিয়া গোষ্ঠীর আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

এঘটনার ০৯ দিন পর মালদার গোষ্ঠির আজ বুধবার (১৯ জুলাই) সকালে নিহত শাহজাহান মিয়ার ভাতিজা মৃত আব্দুল করিমের ছেলে সৈয়দ হোসেন বাদী হয়ে দ্বীন ইসলাম গোষ্ঠির দলনেতা দ্বীন ইসলাম কে এক নম্বর অভিযুক্ত করে ১১৩ জনকে আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী মালদার মিয়া গোষ্ঠির পক্ষে হত্যা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান।

222 Views

আরও পড়ুন

শাহপরীর দ্বীপ জামায়াতের ইফতার মাহফিলে জেলা আমীর আনোয়ারী

২০২৪ সালে ফ্যাসিবাদ পতন আন্দোলনে ছাত্র জনতার মুখে রক্তগরম করা বিপ্লবী শ্লোগানগুলো

আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সুনামগঞ্জের সাংহাই হাওরে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

পত্রিকার সম্পাদকের সাথে ছবি তুলে অপরাধের বৈধতা নেন বিআরটিসির কর্মকর্তা ফারুক!

গাজীপুরে গাছা থানা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে দু:স্থদের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ

কুড়িগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির গুলিতে ২ চোরাচালান পাচারকারী গুলিবিদ্ধ !!

ইতেকাফে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলো উখিয়ার অর্চনা

টঙ্গী সরকারি কলেজে এইচএসসি শিক্ষার্থীদের সাথে কলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত