স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়নে কয়ছর এম আহমদ এর অনুপ্রেরণায় “ফ্রি চক্ষুসেবা ক্যাম্প” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ ঘটিকা হইতে দিনব্যাপী উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুনামগঞ্জ-০৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,
যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের অনুপ্রেরনায় উপজেলার দরগাপাশা,পশ্চিম পাগলা,পুর্ব পাগলা,পুর্ব বীরগাঁও ও জয়কলস ইউনিয়নের আংশিক অংশে প্রায় ৮০০ জন চক্ষু রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র,ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে।
অপারেশনের জন্য ১৩৪ জন ছানি রোগীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। আগামীকাল (১৬/০৫/২৫) শুক্রবার দরগাপাশা ইউনিয়ন পরিষদ হইতে ৮০ জন ও রবিবার ৫৪ জন ছানি রোগীকে মৌলভীবাজার বি,এন,এস,বি চক্ষু হাসপাতালে অপারেশনের জন্য গাড়ি যোগে নিয়ে যাওয়া হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক আহমেদ,শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হাজী মোঃ জালাল উদ্দিন ও প্রথম সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর সহ শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবকদল,উলামাদল ও তরুন প্রজন্মদল সহ সেচ্ছাসেবক, চিকিৎসকবৃন্দ ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।