মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন ( টিকা) ক্যাম্পেইন-২০২৪ বাস্তবায়নে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি সুকান্ত সাহা এর সভাপতিত্বে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন (টিকা) ক্যাম্পেইন-২০২৪ বাস্তবায়ন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ ইকবাল হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, জয়কলস উজানীগাঁও রশিদীয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, এনজিও সংস্থা এফআইভিডিবি এর প্রজেক্ট অফিসার দিলপছন সাজিয়া, পরিবার পরিকল্পনা এর এম ও ডাঃ ফাতেহা বেগম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ সহ প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্যে ডাক্তার মোঃ ইকবাল হোসেন বলেন, হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি ক্যান্সারব্যাধি। তাই এই মারাত্মক ক্যান্সারবাধি নির্মূলে সরকার ১০ বছর থেকে ১৪ বছর বয়সী অর্থাৎ ৫ ম শ্রেণী- ৯ ম শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীদের এই টিকা গ্রহণ করা আবশ্যক। এই ব্যাধি নির্মূলে সরকার বিনামূল্যে প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ উপজেলায় এই টিকা প্রদান নিশ্চিত করতে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে, মাধ্যমিক বিদ্যালয়ে, মসজিদ এবং মন্দির গুলোতে প্রচার-প্রচারণা করতে হবে এবং উপকারভোগীদের তাদের মাধ্যমে সচেতন ও উৎসাহিত করতে হবে।
উল্লেখ্য যে, ২৪ অক্টোবর-২০২৪ ইং তারিখ হতে সারাদেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত এই টিকা প্রদানের জন্য বিদ্যালয় গুলোতে কেন্দ্র স্হাপন করা হবে এবং উপজেলার ১৯২ টি ইপিআই কেন্দ্র গুলোতে প্রদান করা হবে। এই কার্যক্রম ১৮ দিন ব্যাপী চলবে। উপজেলায ৮৫০০ জন উপকার ভোগীদের মধ্যে এই টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।