মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে উন্মুক্ত জলাশয়ে ৪শত ৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার(২৭ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ডাবর ব্রীজ সংলগ্ন মহাসিং নদীতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সামছুল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খানম, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানভীর হাছান মারুফ, মুর্শেদ আলম, মোহাম্মদ রাহেল,, জাকির হোসেন ও শহিবুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ৷