স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক যুবলীগ নেতা রুশন আলী (৫২) কে গ্রেফতার করা হয়েছে৷ রুশন আলী উপজেলার আসামমোড়া গ্রামের ইন্তাজ আলীর পুত্র৷
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পাথারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। সুনামগঞ্জ সদরের একটি মামলায় রুশন আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী বলেন, সুনামগঞ্জের একটি মামলায় রুশন আলীকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।