মোঃ আবু সঈদ, স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, চোরাকারবার,সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী ,শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী,উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা,মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন জয়কলস ইউপি চেয়াম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম,শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন,পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।