ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

শান্তিগঞ্জের শ্যামনগরে প্রভাবশালী কর্তৃক কবরস্থান দখলের প্রতিবাদে দুই গ্রামবাসীর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শ্যামনগর গ্রামের প্রভাবশালী কর্তৃক কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকাল ৫ টায় কবরস্থান এলাকায় মানববন্ধন করে শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের বাসিন্দারা।
মানববন্ধনে ভুক্তভোগী গ্রামবাসী জানান, প্রায় ৫০০ বছরের অধিক সময় ধরে শামনগর পশ্চিম কবরস্থানে মরদেহ দাফন করে আসছেন শ্যামনগর ও পুরান কান্দিগাঁও গ্রামের বাসিন্দারা। বিগত দুই বছর ধরে শ্যামনগর গ্রামের বাসিন্দা কামরুজামান কবরস্থানের কিছু অংশ নিজের মালিকানা দাবি করে মরদেহ দাফনে নিষেধাজ্ঞা দিয়ে আসছেন। পঞ্চায়েতের কবরস্থানকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

মানববন্ধনে পঞ্চায়েতের সভাপতি তারিফ উল্লাহ বলেন, আমাদের পূর্বপুরুষ ৫০০ বছর ধরে এই কবরস্থানে মরদেহ দাফন করে আসছেন। কামরুজ্জামান গ্রামবাসীকে ফাঁকি দিয়ে এই কবরস্থানের কিছু অংশ তার নামে লিখে নিয়েছে। সে গ্রামবাসীর সাথে প্রতারণা করেছে। মানুষ মানুষের জমি লিখে নেয় তবে কবরস্থান লিখে নিতো পারে এটি আমাদের জানা ছিলো না। আমরা গ্রামবাসী আমাদের কবরস্থান কারো হতে দিবো না।
শ্যামনগর গ্রামের মুরুব্বী হিরন মিয়া বলেন, প্রভাবখাটিয়ে কবরস্থান নিজের নামে লিখে নিয়েছে। যেখানে ২০টি কবর ছিলো সেখানে গর্ত করে মাটি খুঁড়ে নিয়েছে কামরুজ্জামান। আমাদের দুই গ্রামের মানুষ বাঁধা দিলেও কাজ হয়নি। আমরা চাই প্রশাসন সরেজমিনে এসে তদন্ত করে দেখুক এটি কবরস্থান না অন্য কিছু।
মানববন্ধনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর গ্রামের বাসিন্দা শফিক মিয়া, আলতা হোসেন, সেনু মিয়া, নুরুল হক,পুরান কান্দিগাঁও গ্রামে তারিফ উল্লাহ সভাপতি, মাসুক মিয়া,আব্দুল কাইয়ৃুম, আরজ আলী, কদ্দুস মিয়া, আব্দুল মালিক,সুহেল মিয়া,আব্দুল কাইয়ূম, আব্দুল হামিদ, নাজিম উদ্দিন,আব্দুল মতিন, সাবেক মেম্বার শামছুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য এমরান হোসেন ও মো.আল মিয়া।

অভিযোগের ব্যাপারে জানতে অভিযুক্ত কামরুজামানের বাড়িতে গেলে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি তবে তার স্ত্রী সুমি বেগম দাবি করেন জায়গাটি তাদের রেকর্ডীয় মালিকানাধীন। গ্রামবাসী জোরপূর্বক তা দখল করতে যাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড