মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ ঘটিকার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের দিরাই-মদনপুর আঞ্চলিক মহাসড়কের গাগলী এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী দিরাই উপজেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে জানা যায় তারা সম্পর্কে দাদী-নাতনী ছিলেন। তবে তাদের নাম জানা যায়নি৷
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।