সাইদুর রহমান শিমুল, কক্সবাজারঃ
কক্সবাজারের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন দিল্লি কিচেনের চিকেন চাপে পোকা পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে পর্যটন শহর কক্সবাজারে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকজন সাংবাদিক দিল্লী কিচেনে সন্ধ্যার নাশতা করতে গেলেই সেখানে তাদের প্লেটে ঔই জীবিত সবুজ কালারের পোকাটির দেখা মিলে।
পোকার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে পড়ে। সাথে সাথেই প্রতিবাদের ঝড় উঠে নেটিজেনদের মাঝে।
পরে রেস্টুরেন্ট কতৃপক্ষের সাথে কথা হয় নিউজ ভিশনের, তবে পোকাটি কোথা থেকে এসেছে তার সঠিক কোনো উত্তর দিতে পারেন নি কতৃপক্ষ। স্টাফদের কোনো গাফিলতি আছে কিনা তা জানতে চাওয়া হলে তিনি সরাসরি অস্বীকার করেন এবং একপর্যায়ে কতৃপক্ষ সব দায় এড়িয়ে যান।
তবে পোকাটি কোথা থেকে এলো তা নিয়ে সমালোচনার মূখে রেস্টুরেন্টে কতৃপক্ষের। দ্রুত সময়ের মধ্যে রহস্য বের করার দাবি সচেতন মহলের।