ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

লোহাগাড়ায় সাংবাদিকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১:১০ পূর্বাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পুর্বকোণের সহ-সম্পাদক ওমর ফারুক মাসুমের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

জানা যায়, সম্প্রতি লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের উপর ইউপি সদস্য হাবিবুর রহমান ও তার লোকজন সশস্ত্র হামলা করেন।
হামলার প্রতিবাদে ২১ ডিসেম্বর(শনিবার) বিকালে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে কলাউজানের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন করেন স্থানীয়রা।

ছাত্র প্রতিনিধি হুমায়ন রশিদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতকানিয়া-লোহাগাড়া সমন্বয়ক তামিম মির্জা, লোহাগাড়া প্রেসক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ, হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক মাসুম, ব্যবসায়ী এম ওসমান ফারুক, সমাজসেবক নুরুল আলম চৌধুরী নুরু, হাফেজ শওকত আলী প্রমুখ।

এ সময় ছাত্র সমন্বয়ক তামিম মির্জা বলেন, স্বৈরাচার পালালে তার লালিত সন্ত্রাসীরা এখনো গুপ্ত হামলায় সক্রিয়। সেই ফ্যাসিস্ট সরকারের দোসররাই সাংবাদিক ও ছাত্র প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাই প্রশাসনের প্রতি আহ্বান রাখতে চাই আগামী ২৪ ঘন্টার মধ্যে সকল অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে আইনের আওতায় আনুন। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।

লোহাগাড়া প্রেসক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়মের প্রতিবাদ করলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র। আর এই অশুভ শক্তি হচ্ছে হাবিব ও তার পালিত কিশোর গ্যাং। তাই অবিলম্বে এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়।
মানববন্ধনে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুরে দুইটার কিছুক্ষণ আগে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধর করার প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের উপর সশস্ত্র হামলা করে ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে তার এ্যাপল ওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

133 Views

আরও পড়ুন

জুলাই-আগস্ট ভারতীয় আগ্রাসন থেকে মুক্তির মাস: হোসেন আলী

সুনামগঞ্জ হাসপাতালে নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যনগর বি.পি.উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মনির উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

সেঞ্চুরিয়ান লিও ক্লাবের নতুন কমিটি ঘোষণা

গাইবান্ধায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মপরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

‘মনগড়া অপপ্রচার’: শাহপরীর দ্বীপ জেটি ইজারা বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা দিলেন জামায়াত নেতা ফারুক

চকরিয়ায় দাঁড়িপাল্লার ব্যাপক গণসংযোগ

ইসলামী আদর্শে বলীয়ান যুব শক্তির বিকাশে গাজীপুরে ঐতিহাসিক যুব সম্মেলন

নাসির উদ্দিন সাথীর অপকর্ম এবং মাই টিভি চ্যানেল দখল

তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ‘জুলাই’ বিরোধী মন্তব্য: অষ্টম শ্রেণির ছাত্রকে মারধর, উত্তপ্ত পরিস্থিতি