সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক শিশু শিক্ষার্থীকে রেহাল দিয়ে মেরে চোখে মারাত্মক জখম করলো হেফজ খানার এক হুজুর । এঘটনায় শিশু শিক্ষার্থীর মা রেনু আক্তার বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার সুত্র ধরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।
অভিযুক্ত শিক্ষক মোঃ আব্দুল্লাহ (২৮) উপজেলার চুনতি ইউনিয়নের, (৪নংওয়ার্ড) হাটখোলা মুড়া এলাকার মৃত বশির আহমেদের পুত্র।
চোখে জখম হওয়া শিশু শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল মুহিত (১৩), তিনি লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের, (২নং ওয়ার্ড)হরিদাঘোনা, ভবানীপুর এলাকার প্রবাসী জসিম উদ্দিনের পুত্র।
শিশু শিক্ষার্থীর মা রেনু আক্তার জানান, আমার ছেলে মুহিত উপজেলার বড়হাতিয়া তানজিনুল মুমিন হেফজ খানার হেফজ বিভাগে পড়াশোনা করে। গত ২৬ মে (রবিবার) ভোর ৬ টার দিকে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পড়তে বসে, এসময় হালকা ঘুম আসছিল মুহিতের। এসময় হেফজ খানার হুজুর কোরান শরীফ রাখার প্লাষ্টিকের ষ্ট্যান্ট (রেহাল) দিয়ে বারি মারে, ঐসময় প্লাষ্টিকের ষ্ট্যান্ট(রেহাল)ভেঙ্গে আমার ছেলের ডান চোখে সজোরে আঘাত লেগে মারাত্মক জখম হয়। পরে চট্টগ্রাম শহরে বিশেষজ্ঞ চোখের ডাক্তার দেখালে ডাক্তার চোখের অবস্থা ভালো নয় বলে জানায়। আমার ছেলের চোখ বর্তমানে প্রায় নষ্ট হবার পথে। তিনি আরো বলেন, আনুমানিক মাসখানেক আগেও আমার ছেলেকে মেরে রক্তাক্ত করেছিলো এই শিক্ষক। পরে স্থানীয়দেয় মধ্যস্ততায় মিমাংসা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, হেফজ খানার শিশু শিক্ষার্থীকে কোরান শরীফ রাখার প্লাষ্টিকের ষ্ট্যান্ট (রেহাল) দিয়ে বারি মেরে চোখে মারাত্মক জখম হয় মর্মে শিশু শিক্ষার্থীর মা জনৈক রেনু আক্তার থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ আব্দুল্লাহ কে আটক করা হয়েছে। ১০ জুন (সোমবার) সকলে আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।