সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় শহীদি মার্চ পালন করলো লোহাগাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা।
৫সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে লোহাগাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উদ্যোগ এই শহীদি মার্চ অনুষ্ঠিত হয়। এসময় লোহাগাড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বটতলীস্থ চৌধুরী প্লাজার মাঠে উপস্থিত উপস্থিত হয়ে লোহাগাড়া বাসীর উদ্দেশ্য বক্তব্য রাখেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা এইচ এম তামিম মির্জা তার বক্তব্যে বলেন, জীবন বাজি রেখে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে ছাত্র-জনতা। এই অর্জন মুছে দিতে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা বিভিন্ন রূপে অরাজকতা সৃষ্টি করতে চায়, ছাত্র-জনতা এসব অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকবে এবং প্রতিহত করবে। মনে রাখতে হবে অবহিত বঞ্চিত মানুষের স্বাধীনতা ও মুখে হাসি ফোটানোর জন্য আমরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এই স্বাধীনতা রক্ষা করা সকলের দায়িত্ব।
শহীদি মার্চ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান,সৃজন সাকিব, মোঃ জহির, মোঃ নোমান, মোঃ আবু বক্কর, মোঃ হারুন অর রশিদ, হুমায়ন রশিদ সাব্বির, মোঃআরিয়ান, মোঃ ফাহিম,মোঃ সুজন, মোঃআমজাদ,মোঃ জিসানসহ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সচেতন মহলের প্রতিনিধিগণ।
বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দ শহীদি মার্চ এর একটি র্যালি বটতলীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।