সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানিকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
শুক্রবার(১৪জুন) বেলা সাড়ে ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।
সুত্রে জানা গেছে, উপজেলার আমিরাবাদ এলাকার বটতলী বাজারের বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের স্থিতিশীলতা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড নাজমুন লায়েল।
অভিযানে দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় মোহাম্মদ আলীকে ৩ হাজার,হাজী ফিরোজ স্টোরকে ১৫ শত ও
মো:ইসলামকে ৩ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান,কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন দোকানে মনিটরিং করা হচ্ছে, বটতলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ আমিরাবাদ এর বিভিন্ন দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করায় তিন দোকানিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে।
কোন অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করতে পারবেনা। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসিল্যান্ড নাজমুন লায়েল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০