সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় বহুতল ভবন থেকে পড়ে হেফজখানার শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলী দরবেশ হাট রোডস্থ ফোরকান টাওয়ারের ৯ তলায় অবস্থিত আল কুরআনুল কারিম ইনষ্টিটিউট ভিআইপি হেফজ খানায় এ ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ শাহরিয়ার নাফিজ (১০) উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নারারকুল এলাকার প্রবাসী মুহাম্মদ জসিম উদ্দিনের পুত্র।
এ ঘটনায় নিহতের স্বজনেরা জানান, ঈদের ছুটি শেষ করে ঘটনারদিন দুপুরে মায়ের সাথে বাড়ি থেকে মাদরাসায় আসেন নাফিজ, সন্ধ্যায় খবর পান ছাঁদ থেকে পড়ে নাফিজের মৃত্যু হয়েছে ।
আল কুরআনুল কারিম ইনষ্টিটিউট ভিআইপি হেফজ খানার পরিচালক মাওলানা আব্দুল মজিদ জানান, বিকেলে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ছাঁদে খেলতে বের হয় নাফিজ। খেলাধুলা শেষে এক পর্যায়ে সবার থেকে আলাদা হয়ে ৯ তলার ছাঁদের রিলিং থেকে ৩ তলায় পড়ে যায় নাফিজ। এসময় ৩ তলার লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম, পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মাদরাসার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোহাম্মদ শাহরিয়ার নাফিজের মৃত্যতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।