সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছেলের মৃত্যুর ঠিক ১২ ঘন্টার মাথায় বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে।
চরম্বা ইউনিয়নের মজিদার পড়ার মৌলানা আবদুল কাদেরের ছেলে আহসান উল্লাহ (৩৮) টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ১৭ জুন ভোর ৩ টায় মৃত্যু হয়। ঠিক ১২ ঘন্টা পর ১৭ জুন বিকাল ৩ টায় করোনা উপসর্গ নিয়ে পিতা মৌলানা আবদুল কাদেরেরও (৭৫) মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত উল্লাহর বাবা ও ভাই ।
বিষয়টি চরম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত উল্লাহ প্রতিবেদক কে মুঠোফোনে জানান, তার ভাই আহসান উল্লাহ টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলেন এবং তার বাবা মৌলানা আবদুল কাদেরের করোনা উপসর্গ সন্দেহ হওয়াতে করোনা পরিক্ষার জন্য নমুনা দেওয়া হয়েছে ।কিন্তু রিপোর্ট এখনো হাতে পায়নি তারা। তার পিতা বিশিষ্ট আলেমে দ্বীন,মৌলানা আবদুল কাদের অবসরপ্রাপ্ত সরকারি প্রাইমারী স্কুলের একজন শিক্ষক ছিলেন। তিনি আরো বলেন ভাই হারানোর ১২ ঘন্টা ব্যবধানে বাবাকে হারালাম। একইদিনে পরিবারের দুই সদস্যকে হারিয়ে পরিবারের অন্য সদস্যরা হতাশ হয়ে পড়েছে।
একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।