ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
“একটি বীজ, একটি স্বপ্ন, লাল তীর বীজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার বড়দেশ্বরী প্রাইমারি স্কুল মাঠে লাল তীর লিমিটেড এর আয়োজনে কৃষকদের নিয়ে সবজি বীজের উপরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব নুরল হক দেবারু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর লিঃ এর রংপুর বিভাগীয় ম্যানেজার শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর লিঃ দিনাজপুর এরিয়া ম্যানেজার রুস্তম আলী, লাল তীর লিঃ ঠাকুরগাঁও সহকারী ম্যানেজার তরিকুল ইসলাম, রাজাগাও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও লাল তীর সীড্ পরিবেশক সাব্বির আহম্মেদ সহ বক্ত্যব রাখেন স্থানীয় কৃষকেরা।
চামেশ্বরী, রাজাগাঁও, বড়দেশ্বরী সহ তার আশপাশ গ্রামের কৃষকেরা লাল তীর’র হাইব্রিড করলা ‘টিয়া’, বেগুন ‘পার্পল কিং’ মিষ্টিকুমড়া ‘মায়া’ উন্নত হাইব্রীড পেয়াজ বীজ সহ অন্যান্য বীজের গুনাগুন সম্পর্কে আলোচনা করেন।
চাষীরা বলেন আমরা এতে বিরাট সফলতা পেয়েছি। এবার মাঠে শীতকালীন এসব কেমিক্যালমুক্ত সবজির বাম্পার ফলনে শত শত কৃষক উপকৃত হয়েছেন। তাই কৃষকের মুখে মুখে হাসি ফুটেছে। এ মাঠ দিবসে লাল তীরের পক্ষে এ তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া এ মাঠ দিবসে সবজিতে বৈদেশিক মুদ্রা অর্জনকারী ও বঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষক ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত পরিষদের সহ-সভাপতি মেহেদী আহসান উল্ল্যাহ চৌধুরীকে ক্রেষ্ট তুলে দিয়ে সফল চাষী হিসেবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালায় ছিলেন মেহেদী আহসান উল্ল্যাহ চৌধুরী