আরিফুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
লামার উপজেলার ফাইতং ইউনিয়ন,আজিজ নগর ইউনিয়ন,সরই ইউনিয়ন এবং গজালিয়া ইউনিয়নে গড়ে উঠা ব্রিকফিল্ডে কয়লার পরিবর্তে পুড়ানো হচ্ছে বনের কাঠ, প্রতিদিন হাজার হাজার মণ কাঠ পুড়ানো হচ্ছে ফিল্ডের চুল্লিতে। ফলে এসব কাঠের যোগান দিতে প্রতিনিয়ত কাটা হচ্ছে বনের গাছ। এভাবে কাঠ পুড়ানো হলে ভবিষ্যৎতে জনমানবের প্রয়োজনে আসবাবপত্র তৈরি করিতে কাঠ পাওয়া দুষ্কর হয়ে পড়বে। উজার হয়ে যাবে বন, আর পরিবেশের ক্ষতির প্রভাব পড়বে মানব জাতি থেকে সকল প্রাণীকুলের।
ব্রিক ফিল্ডে কয়লা পুড়ানোর কথা থাকলেও মানছেন না মালিকগণ। তাই কাঠের পরিবর্তে কয়লা পুড়ানোর ব্যবস্থা গ্রহণে পরিবেশ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছি।
কিছুদিন পর পর প্রশাসন অভিযান পরিচালনা করলেও কাঠ পুড়ানো থেকে বিরত থাকার কথা বলেননি কেহ।
বন বিভাগ,পরিবেশ অধিদপ্তর, ও বিজ্ঞ জেলা প্রশাসক মহোদয়সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি।