সালাহ উদ্দিন সালাম,কক্সবাজার
আজ যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় প্রায় ১০৬৬ কোটি ৮০ লক্ষ টাকার নতুন তহবিল সহায়তার ঘোষণা দিয়েছে, এর মধ্যে ৭৪৭ কোটি ৬০ লক্ষ টাকারও বেশি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং এ অঞ্চলের স্থানীয় বাংলাদেশী জনগণের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হবে। ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে, নতুন তহবিলসহ যুক্তরাষ্ট্র সরকারের মোট অবদান প্রায় ৫৬১৯ কোটি ৬০ লক্ষ টাকা, যার মধ্যে প্রায় ৪৬৪৫ কোটি ২০ লক্ষ টাকা বাংলাদেশের অভ্যন্তরীণ কার্যক্রমে ব্যয় হয়েছে। রাষ্ট্রদূত মিলার এই কর্মকান্ডের সাথে সম্পৃক্ত মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর অবদানকে স্বীকৃতি জানিয়েছেন, যাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার শরণার্থী এবং বাংলাদেশী জনগোষ্ঠীর প্রয়োজনীয় এই সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছে। তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে সহানুভূতির সাথে এই সঙ্কটে এগিয়ে আসার জন্য সাধুবাদ জানান।