মো. পারভেজ সরকারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৌরসভা এলাকার নক্ষীকোলা সড়কের নির্মিত ব্রিজের দুই পাশের রেলিং দীর্ঘ দিন ধরে ভেঙে থাকায় চরম ঝুঁকিতে চলাচল করছে হাজার হাজার মানুষ। সংস্কার না করায় আতঙ্কে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। রেলিং ছাড়া ব্রিজে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়তিই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই ব্রিজটি দ্রুত মেরামত করার দাবি পথচারী ও স্থানিয়দের।
সরেজমিনে গিয়ে জানাযায় উপজেলা পৌরসভার ৭নং ওর্য়াডের লক্ষীকোলা জুমা পাড়া উপর ব্রিজের দুই পাশের রেলিং না থাকায় ঝুঁকিপুর্ণ হয়ে আছে সেতুটি।
ব্রিজটির বিষয়ে স্থানীয় লক্ষীকোলা জুমা পাড়ার আব্দুল বাছেদ সরকার, ডাঃ আব্দুস ছালাম, সোহেল রানা সহ অনেকে জানান, এই ব্রিজটি ২৫ বছর আগে তৈরি হলেও দুই পাশের রেলিং ভেঙে গেছে অনেক আগে। ঝুঁকিপূর্ণ ব্রিজটির উপর দিয়ে প্রতিদিন এই এলাকার প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের যাতায়াত।দুই দিকের রেলিং না থাকায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। আমাদের সামনে কয়েক দিন আগেও সাইকেল চালক ব্রিজ থেকে নিচে পরে আহত হয়। অটোরিকশা চালক মজিবর, মালেক, রাশেদ, হযরত বলেন, ব্রীজে দুই দিকে রেলিং না থাকায় খুবই ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই ব্রিজের ওপর একটা অটোরিকশা উঠলে আর কোনো গাড়ী যেতে পারে না। দশম শ্রেণির শিক্ষারর্থী সাবিনা খাতুন ও আশিক আহম্মেদ বলেন, ব্রিজের দুই দিকে রেলিং না থাকায়। একটি গাড়ী ব্রিজে উঠলে আমরা খুব ভয়ে পার হই।
রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুলাহ আল পাঠান বলেন, লক্ষীকোলা জুমা পাড়ার ঝিনাইগাড়ী-দহের উপর ব্রিজটি খুব ঝুঁকিপুর্ন। ব্রিজটি এলজিইডির হেড কোয়াটার থেকে পরির্দশন করে গেছে। এখানে বড় একটা ব্রিজ হবে। এবিষয়ে রায়গঞ্জ উপজেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, এই ব্রিজের বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে, অনুমোদন পাইলে কাজ শুরু হবে।#