মঈনুল ইসলাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে আইসিআরসি সহায়তায় গত বৃহস্পতিবার দিনব্যাপী ৩০ জন যুব সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ক ওরিয়েন্টেশন "ট্রিয়াজ প্রশিক্ষণ" নগরীর এশিয়ান এস আর হোটেল হলরুমে সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী সদস্য এইচ এম সালাহউদ্দিন, আইসিআরসি হসপিটাল ডেলিগেটর সেবাস্টিয়ান পেরে, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহকারী পরিচালক রেজাউল করিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিআরসি হসপিটাল কেয়ার ফিল্ড অফিসার ডাঃ সাবরিনা তিশা, ইউনিট লেভেল অফিসার আজরু উদ্দিন সাফদার ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুবপ্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোঃ মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, হরতালে কিংবা যেকোনো ভায়োলেন্স এ প্রশিক্ষিত যুব সদস্যরা নির্বিঘেœ দক্ষতার সাথে কাজ করতে সক্ষম। দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন, আইসিআরসি হসপিটাল ডেলিগেটর সেবাস্টিয়ান পেরে। এতে ৩০ জন যুব সদস্য অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০