ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানীর পরিচালক হলেন চট্টগ্রামের সন্তান ড. ইসমাইল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ৬:৩৮ অপরাহ্ণ

Link Copied!

সাত্তার সিকদার, লোহাগাড়া, চট্টগ্রামঃ

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেডের (আরপিজিসিএল) পরিচালনা পর্ষদে পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ প্রেরিত এক প্রজ্ঞাপনে মনোনয়ন বিষয়ে জানানো হয়।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী লিমিটেড (আরপিজিসিএল) রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন পরিচালিত একটি বৃহৎ গ্যাস কোম্পানি যা তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে। প্রতিষ্ঠানটি এলএনজি সংক্রান্ত টার্মিনাল ডেভেলপমেন্ট, এলএনজি আমদানি, রিগ্যাসিফাই ও জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহকরণ, এনজিএল ও কনডেনসেট প্রসেসিং ও বিপণনসহ কনডেনসেট হ্যান্ডলিংসহ সিএনজিতে রূপান্তর সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ১৯৭৮ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার কলাউজন ইউনিয়ন (৭নং ওয়ার্ড) রবি চাঁন সিকদার বাড়ির আলহাজ্ব আব্দুল মাবুদ সিকদারের পুত্র। তিনি দুই ভাই তিন বোনের মধ্যে পরিবারের বড় সন্তান ও দুই সন্তানের জনক। ড.ইসমাইল এর স্কুল জীবন শুরু লোহাগাড়া উপজেলার পুর্ব কলাউজান গ্রামের মধ্যে কলাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৪ সালে প্রাইমারি স্কুল জীবনের অধ্যায় শুরু করে এবং ১৯৮৯ সালে কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ছাত্র জীবনে ড.ইসমাইন অসাধারণ মেধার স্বাক্ষর রাখেন। ১৯৯৪ সালে এসএসসি পরীক্ষায় স্টার মার্কস সহ মোট ফলাফলে লোহাগাড়ার পরীক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। মাধ্যমিক স্কুল পাঠ শেষে চট্টগ্রাম কলেজে এইচএসসি তে ভর্তি হয় ১৯৯৬ সালে এইচএসসি পরীক্ষায় তিনি উল্লেখযোগ্য মার্ক পেয়েছেন। এসএসসি পরীক্ষার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরেস্টিতে ভর্তির জন্য মনোনীত হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফরেস্টিতে অধ্যায়ন শুরু করেন। পরবর্তী বছর ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগে চান্স পেয়ে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগ থেকে বিএসসি সম্মান পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং এমএসসি পরীক্ষায় একই বিভাগ থেকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। বিশ্বের নামিদামি সব বিশ্ববিদ্যালয়ে র‍্যাংকিং এ ১নম্বরে থাকা যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে (ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ইউকে) ইঞ্জিনিয়ারিং (কেমিক্যাল) বিভাগ এ পিএইচডিতে ভর্তি হন এবং জানুয়ারি ২০১২ সালে ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি অধ্যায়ন শুরু করেন। প্রায় সাড়ে চার বছর পর জুলাই ২০১৬ সালে ডক্টরের ডিগ্রী অর্জন করেন। ডক্টর ইসমাইল একজন জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ফুয়েল এন্ড পেট্রোলিয়াম টেকনোলজি, কয়লা থেকে পরিষ্কার জ্বালানি, এনার্জি কনভার্শন ইঞ্জিনিয়ারিং, ক্লিন ফুয়েল, পরিবেশ দূষণ ও বায়ু দূষণ রোধ জ্বালানি, সোলার এনার্জি, কেমিক্যাল ম্যানেজমেন্ট, গ্রীন হাউস গ্যাসের কন্ট্রোল, কার্বন ক্যাপচার হাইড্রোজেন ফুয়েল শিল্প ক্ষেত্রে ব্যবহারের জন্য বিভিন্ন ক্যাটালিস্ট তৈরি ইত্যাদি বিষয়ে পাঠদানও গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে।

168 Views

আরও পড়ুন

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দরগাপাশায় যুবদলের আলোচনা ও কর্মীসভা

মামলার বাদীকে হুমকি ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কৃষকদের নিয়ে গণশুনানি 

শান্তিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে ইউএনও

কমলগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  

কলাউজান যুবশক্তি’র ৩৬ তম বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

কাপাসিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভুলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রধান বন সংরক্ষকের সাথে  বিবিসিএফ কক্সবাজারের কমিটির সাক্ষাৎ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো ব্যবসায়ী নূর-অলম

কাপাসিয়ায় জামায়াতের রানীগঞ্জ বাজার ইউনিটের অফিস উদ্বোধন