শামীম পারভেজ – রাজশাহী থেকে
রাজশাহী মহানগরীতে জামায়াত নেতা ও নগর জামায়াতের সাবেক আমীর আতাউর রহমানের জামাতা এমাজউদ্দিন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া এলাকা থেকে আটক করা হয়। তিনি তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। তার নামে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ২০১৩ সালের দুটি নাশকতার মামলায় জামায়াত নেতা এমাজ উদ্দিন মন্ডলের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে নগররীর তেরখাদিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। তিনি কি দায়িত্বে আছে তা জানা যায়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।