||রাঙামাটি প্রতিনিধি||
রাঙামাটি জেলা পুলিশ বৃহস্পতিবার ( ১৫ ফেব্রুয়ারী) থেকে নাগরিক দুর্ভোগ কমাতে শহরে সচেতনতা মূলক কর্ম তৎপরতা শুরু করেছে।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ’র তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মারুফ আহমেদ ও কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী নেতৃত্বে পুলিশের বিশেষ একটি টীম বৃহস্পতিবার সকালে শহরের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
শহরে যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ সড়ক পয়েন্ট, ফুটপাত দখলের কারণে জনদূর্ভোগ সৃষ্টি হয় এমন এলাকা, হাটবাজার দূর্ঘটনা ও জনদূর্ভোগ কমাতে তথা মানুষের স্বাভাবিক চলাফেরা নিশ্চিতে এ উদ্যোগের অংশ হিসেবে ফুটপাত দখলমুক্ত করেন। জঞ্জাল ভাগাড়ে ফেলার পরামর্শ, রোড পার্কিং রোধ ও সতর্কতার সাথে রাস্তা পারাপা যানবাহন চালাচলে গতি সীমিত করণ ও ট্রাফিক আইন মেনে চলাসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করেন।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, জনদূর্ভোগ লাগবে সকলে যেন নিরাপদ ও স্বাভাবিক চলাচল করতে পারে, সেটা নিশ্চিতে সচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছি। সকলের আন্তরিক সহযোগিতা চাই। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।