|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি অটোরিকশা চালক ও ট্যুরিস্টবোট চালকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষে ২৬ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরের পরাতন বাসস্ট্যান্ড এলাকায় পর্যটকদের ভাড়া নিয়ে সিএনজি অটোরিকশা চালক মোঃ গফুর ও বোট চালক মোঃ আবুর মধ্যে বাকতিন্ডা লেগে যায়। কয়েক মিনিটের মধ্যে আশপাশের ট্যুরিস্টবোট চালক ও সিএনজি চালকরা এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে দু’পক্ষের মাঝের বাকবিতণ্ডা হাতাহাতি- মারামারী ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি হয়ে ওঠে রণক্ষেত্র। এতে উভয় পক্ষে ২৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, মোঃ গফুর (৩৩), মোঃ রফিক (৩৫) ও মিজানুর রহমানকে (৩৫)। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
উল্লেখ্য শহরে দেশী-বিদেশী প্রবেশ করলেই কিছু অসাধু ট্যুরিস্টবোট চালক ও সিএনজি অটোরিকশা চালক বাড়তি ভাড়া আদায়ের জন্য নিত্যনতুন কৌশল গ্রহনসহ হয়রানী করে থাকে বলে পর্যটকদের অভিযোগ রয়েছে।
কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালক ও বোট চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #