ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রাঙামাটির পুরাতন বাসস্ট্যান্ডে দু’চালক সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র: আহত ২৬

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি অটোরিকশা চালক ও ট্যুরিস্টবোট চালকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষে ২৬ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরের পরাতন বাসস্ট্যান্ড এলাকায় পর্যটকদের ভাড়া নিয়ে সিএনজি অটোরিকশা চালক মোঃ গফুর ও বোট চালক মোঃ আবুর মধ্যে বাকতিন্ডা লেগে যায়। কয়েক মিনিটের মধ্যে আশপাশের ট্যুরিস্টবোট চালক ও সিএনজি চালকরা এসে জড়ো হতে থাকে। এক পর্যায়ে দু’পক্ষের মাঝের বাকবিতণ্ডা হাতাহাতি- মারামারী ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। পরিস্থিতি হয়ে ওঠে রণক্ষেত্র। এতে উভয় পক্ষে ২৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, মোঃ গফুর (৩৩), মোঃ রফিক (৩৫) ও মিজানুর রহমানকে (৩৫)। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

উল্লেখ্য শহরে দেশী-বিদেশী প্রবেশ করলেই কিছু অসাধু ট্যুরিস্টবোট চালক ও সিএনজি অটোরিকশা চালক বাড়তি ভাড়া আদায়ের জন্য নিত্যনতুন কৌশল গ্রহনসহ হয়রানী করে থাকে বলে পর্যটকদের অভিযোগ রয়েছে।

কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি চালক ও বোট চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

165 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা