|| রাঙামাটি প্রতিনিধি||
রাঙামাটির কাউখালী উপজেলার মানিকছড়ি পাড়ায় ঘরের মধ্যে প্রার্থনারত অবস্থায় রোববার সকালে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম অর্শা চাকমা (১৫)। এ সময় নিহতের দাদা দাদী মা ও মামাসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউপি’র মানিকছড়ি পাড়ায় রোববার সকাল আনুমানিক ৬টার দিকে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। নিহত অর্শা চাকমা মানিকছড়ি পাড়ার অরুন চাকমার মেয়ে। সে
বর্মাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ছিলেন। তখন সে পরিবারের সদস্যদের সাথে প্রার্থনারত ছিলো। বজ্রপাতে নিহতের মা রঙ্গিলা চাকমা, দাদা যদু কুমার চাকমা, দাদী বনলতা চাকমা ও মামা স্বপন চাকমাসহ ৪ জন গুরুতর আহত হন।
ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা ও স্থানীয়রা জানায়, রোববার ভোর পৌনে ছয়টার দিকে আকাশে প্রচন্ড গর্জনসহ বৃষ্টি শুরু হয়ে, হঠাৎ অরুণ চাকমার মাচাং ঘরের চালে বজ্রঘাত হয়। এতে একই পরিবারের ৫ সদস্যের মর্মান্তিক এ হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর বজ্রপাতে একই পরিবারের ৫ জনের হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া চলছে।#
মুহাম্মদ ইলিয়াস/০৫-০৫-২০২৪
রাঙামাটি-০১৭৩৯৩৫৪১৬১/০১৫৫০৬০৯৩০৫