নিখোঁজ ১, আহত-১০
|| রাঙামাটি প্রতিনিধি ||
রাঙামাটিতে সোমবার রাত পর্যন্ত জেলা সদরসহ ১০ উপজেলায় পাহাড় ধ্বস ও পাহাড়ি ঢলে জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ১ জন নিখোঁজ ও ১০ জন আহত হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা ৫ দিনের ভারি বর্ষণে জেলার ১০ উপজেলায় ১৪টি ব্রিজ-কালভার্ট, ১৬টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ ও জেলার নিন্মাঞ্চলের ৬ শ ৮৩ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছ। পাহাড়ি ঢলের কারণে জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন ও জুরাছড়ির চারটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ১শ ২৪টি বসতঘর ও পাঁচটি হাটবাজার পানিতে তলওয়ে গেছে। বজারের দোকান লাগোয়া বসতিসহ সর্বমোট ৩শ ৮১টি বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। তন্মধ্যে আশ্রয়াণের ১৩ টি ঘরও রয়েছে। তীব্র স্রোতে বরকল উপজেলায় নৌকা ডুবিতে ১ জন নিখোঁজ ও বিভিন্ন এলাকায় ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে। বন্ধ রয়েছে একমাত্র চন্দ্রঘোনা ফেরি।
রাঙামাটি সড়ক বিভাগ, বিদ্যুৎ বিতরণ বিভাগ ও এলজিইডি সূত্র জানিয়েছে, রাঙামাটি- চট্টগ্রাম সড়কসহ জেলার ৭৫টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে নয়টি স্থানে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিলো। জেলার ১০ উপজেলায় ১৪টি ব্রিজ-কালভার্ট ১৬ টি বিদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলা ১০ উপজেলায় সোমবার পর্যন্ত সর্বমোট ২শ ৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোয় বর্তমানে ১ হাজার ৭শ ২৭ জনকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ৪২টি স্পটে বড় আকারের পাহাড়ে ধ্বস নেমেছে এবং আংশিকভাবে পাহাড় ভেঙেছে ১ শ ৫৫ টি স্পটে। সর্বমোট বড়-ছোট ১শ ৯৭ টি স্পটে ভাঙনের ঘটনা ঘটেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাঙামাটি শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত সন্চালন লাইনের ওপর উপড়ে পড়া গাছ সরানোর কাজ করেছে বিভাগটির প্রকৌশলী ও কর্মীগণ। দুপুর থেকে রাত পৌনে ১০ টা পর্যন্ত কাজ করে জোড়াতালি দিয়ে সাময়িকভাবে বিদ্যুৎ ব্যবস্থা চালু করেছে প্রতিষ্ঠানটি। দূর্যোগ মুহূর্তে ধর্য্য ধারনের জন্য কৃতজ্ঞ বলে জানান, রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো : সাইফুর রহমান।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করে সোমবার রাতে এ প্রতিনিধিকে বলেন, ইউএনও'দের নির্দেশ দেয়া হয়েছে। তারা মাঠে কাজ করছে। বরকল উপজেলায় নৌকা ডুবিতে ১ জন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন গেছে। জানমাল রক্ষা এবং ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের সাথে সেনাবাহিনী ও পুলিশ নিরলসভাবে কাজ করছে। আমরা দূর্যোগ মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি যোগ করেন এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০